মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

নিরীহ

যে মানুষ কাউকে আঘাত করে কথা বলে না,  সবার চোখে সেই মানুষটি নিরীহ;
যে মানুষ ত্যাগ করতে জানে,  সমাজের চোখে সেই মানুষটি বোকা। নিরীহ আর বোকা মানুষের সংখ্যা কমে যাচ্ছে ; তাইতো বেড়ে যাচ্ছে শিয়ালের লেজকাটা নীতি, এজিদের নিজভোগী বেড়াজাল।

Simple man is he in every man's eye  who does not say anything in hard line. Who can sacrifice in confidence is a  master piece foolish in the eye of society . But it is a matter of concern that day by day the simple  as well as foolish decreasing in a whole. And for the complexity in inner and on outer enhanced gradually.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন