বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

সার্কাস

একটি পালক। একটি পাখির পালক। উড়ে উড়ে ঘুরে ঘুরে আমাদের ঘরে আসে। আমাদের চোখে আসে। আমাদের সামনে খেলা করে। আমরা তার খেলা দেখি। তার খেলাতেই সাপলুডুর মতো আটকে থাকে আমাদের জীবন।
পাখির পালক জানেনা সুখ কেমন । তবুও তাকেই  সুখ মানি। সুখের বয়স বাড়ে। পালক মহাকালের মতোই চিরন্তন, নবীন।
পালকের বিনোদনে অর্থ ঢালি, ঢেলে দেই  জীবন অফুরান। অথচ পালক এসেছে বিনোদনহীন জীবনসন্ধানে।
পালকের পেছনে ছুটে চলি আমরা
হয়তো পালক ছুটে চলে সার্কাসের পিছু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন