বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫

সাঁইজি

পাতাপৃথিবীর জল আর কতটুকু। কতটুকু জল হলে জীবন চলে। জলের সার্কাসে মনে আনন্দ মেলে। তবুও যে আটপৌরে জীবন, পৃথিবীময় ক্ষুধা। ক্ষুধার শাষনে শরীর চলে, মন চলে না। জলের মতো মন আমার নিচে নামে তো নামে, সীমানা অতলের তলে, সীমানা পাইনা।
সাঁইজি মাঝে মাঝে শরীর আর মন ধরে টান দেন। উপরে তোলে ভাসমান করেন। ভাসি আর ভাবি-- পাখি কত পারিবারিক, পরিবারের ভেতরে সামাজিক। ভাবনা যেমন করে বাল্ব হয়ে উঠে তেমন আমিও পাখি হয়ে উঠতাম।
আর হয়ে উঠা হয়না।
সাঁইজি বেশি সময় ছায়াশীতল পরশে রাখেন না। আমাকে কেবল  আমি হয়ে উঠার গান শুনান।
 সাঁইজি কখন খেলে কোন খেলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন