শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

পৃথিবীর গান

পৃথিবী থেকে চলে যাবো, চলে যাবার আগে জানবো না বেঁচে থাকার মানে কী!  বেঁচে থেকে জানার উপায় নেই মরে যাওয়ার কোনো টেকনিক্যাল অর্থ আছে কিনা ! বেঁচে থাকা আর চলে যাওয়ার মাঝে শুধু মেনে নেওয়া। মানতে বাধ্য পীরবাবার কথা, পীরবাবা আশীর্বাদে তুষ্ট করেন সন্তুষ্টির গিলাফ।
গুরুজী কেবল রহস্যের জাল বুনে। পীরবাবাসহ  অনেক সাধু এমন পৃথিবী অঙ্কন করেন যার ইতিহাস থাকেনা কোনো কালে। কালহীন ইতিহাসে সাঁতার কাটি আমরা | আমাদের ভোলা মন অতীত আর অদৃশ্যে সুখস্মৃতির পায়রা উড়ায়। বর্তমানকে ফাঁকি দিয়ে আর কতদূরে যাবে,  কতদূরে যাবে সুন্দরী মন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন