সত্য স্রোতের মতো উৎসমুখী। সত্যের কোনো নিদিষ্ট মানদণ্ড নেই। সত্যের মানদণ্ড সত্তা। সত্য প্রাকৃতিক, মিথ্যা কৃত্রিম। আমরা সাধারণত মিথ্যা বলি উপকারের আশায়। কিন্তু সত্য সর্বদা মিথ্যার চেয়ে উপকারী ।
মানসিক বিশৃঙ্খলার প্রাথমিক পদক্ষেপ মিথ্যা।
আমি যা এবং যা করি তা সরাসরি প্রকাশ করার নামই সত্য। ভাষার সীমাবদ্ধতা রয়েছে। তাই কৃতকর্মের পরিপূর্ণ কখনো প্রকাশ করা সম্ভব নয়। তাই যাকে আমরা সত্য বলে মানি তা আংশিক সত্য আর যাকে মিথ্যা বলে চালিয়ে দেয় তাও আংশিক মিথ্যা।
মানসিক বিশৃঙ্খলার প্রাথমিক পদক্ষেপ মিথ্যা।
আমি যা এবং যা করি তা সরাসরি প্রকাশ করার নামই সত্য। ভাষার সীমাবদ্ধতা রয়েছে। তাই কৃতকর্মের পরিপূর্ণ কখনো প্রকাশ করা সম্ভব নয়। তাই যাকে আমরা সত্য বলে মানি তা আংশিক সত্য আর যাকে মিথ্যা বলে চালিয়ে দেয় তাও আংশিক মিথ্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন