সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫

প্রলাপের আলাপ

ফুলের পাশে জীবন শয্যাগত আঁধার
কোলাহলে কলরব নিঝুম প্রভাত
প্রমিথিউস সন্ধ্যায় মরিয়মের হাট
পিতাহীন ঈসা মরিয়ম মা
তারা মানুষ বুঝে,  মন বুঝে না
মরিয়ম জিবরাইল চিনে, মানুষ চিনে না
ফুলের ঘরে ভুল ঝরে প্রলাপে আলাপ
নিশিদিন প্রতিদিন আবেগে সাঁতার
জারজ আরজ আসে কোরানি সেতার
দলে বলে সাধু আসে ভুলে ভুলে হতাশ  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন