রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

ফিরে এসো বেহুলা

সাপ খোলস পাল্টায়। নারী খোলস বদলায়। প্লাটানোতে থাকে একধরনের জৈবিক তাড়না। বদলানোতে থাকে বিলাসিতা। জৈবিক ক্ষুধার সীমান্ত সীমা রয়েছে। কিন্তু বিলাসিতার কোনো নিদিষ্ট গন্তব্য কিংবা সীমানা নেই। তাইতো নারীর মনের খোঁজ কোনো দিন কোনো পুরুষ পাইনি,পাওয়ার কথাও না। তারপরও বলি
 ফিরে এসো বেহুলা!
তোমার লখিন্দর জীবিত মৃতপ্রায়, বেহুশে কাতরায়   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন