বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কেমনে তোমারে আমার কই?

ভালোবাসতে জানো!
 ভালোবাসতে এক, দুই কিংবা তিন নয়
সাত জন্ম লাগবে তোমার
ভালোবেসে ফতুর হতে জানি,
মেনে নিতে পারি বেদনা অপার
জোয়ারের প্লাবনে ভেসে উঠা লতা ভাটা চিনে না
ভাটি গাংঙ্গের ছেলে আমি শুন্য শুন্যে খেলা
শুন্যে আইনাল হক আয়নার কারিগর
ছায়ার ছলে দোকানি হওয়া যায় প্রেমিকা নয়
প্রেমিকের প্রেমখাতায় প্রেমিকা কাব্যময়
তুমি বরং ব্যবসা করো, চামড়ার ব্যবসা
হিসাব-নিকাশ ষোল আনা প্রমাণে বিশ্বাস
অর্থ, যশ, সুনাম সবই হবে
উল্টে-পাল্টে দেখবে পৃথিবীর কংকাল
আমি না হয়
কংকাল হবো, তোমার ইচ্ছাতেই জন্মাবো বারবার
ভালোবাসতে জানো!!
ভালোবাসা মানে একের ভেতরে অন্যের একাকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন