ভারতবর্ষের মাটি উর্বর। সচেতন -অচেতন উর্বশী। পাখির ঠোঁট থেকে বীজ মাটিতে পড়ে বৃক্ষ গজায়। তরতাজা তুলতুলে বৃক্ষ। এই ফার্টাইল মৃত্তিকাভূমির এককালীন প্লাটুন আমরা মানুষ। ফলে বংশগতভাবে আমাদের চিন্তাভূমি ক্রিয়াশীল উর্বর।
কিন্তু আমাদেরকে এখনো সনাতনী পদ্ধতিতে চাষ করা হচ্ছে! আর আমরা উৎপাদন করছি থ্রিজির যুগে শিবের গীতকাহিনি।
তাইতো প্রার্থনা প্রয়োজন উপযোগী কৃষকের।
যে কৃষক চিন্তাভূমিতে চাষ করবে সময়প্রাসঙ্গিক বীজ। পৃথিবী জন্ম দিবে সময়ের সন্তান। মানুষ গাইবে মানুষের গান। মানুষের মানদণ্ড হবে মানুষের প্রাণ!!
কিন্তু আমাদেরকে এখনো সনাতনী পদ্ধতিতে চাষ করা হচ্ছে! আর আমরা উৎপাদন করছি থ্রিজির যুগে শিবের গীতকাহিনি।
তাইতো প্রার্থনা প্রয়োজন উপযোগী কৃষকের।
যে কৃষক চিন্তাভূমিতে চাষ করবে সময়প্রাসঙ্গিক বীজ। পৃথিবী জন্ম দিবে সময়ের সন্তান। মানুষ গাইবে মানুষের গান। মানুষের মানদণ্ড হবে মানুষের প্রাণ!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন