মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

পতিতা ঘুম

ঘুম,
তুমি আমার প্রিয়া হবে?
ভুলময় আমি আর তুমি ফুলময় ভুল
গন্ধে সারি সারি চলবে দুলদুল
তুমি তো উদ্যানের শিওলি কিংবা রাণী নও
রাত বেড়ে ওঠার সাথে সাথে  বেড়ে ওঠে যাদের হাঁকডাক
অই লাগবো, লাগবো, আই, পঞ্চাশ টেহা
লাগবো, আইনারে, আই
তবে কেন অলস সাজে ঘোরো বাড়ি বাড়ি?
বিশ্বাসের বীজতলা ইঞ্চিটুকু হলে হবে
অঙ্কুর কুসুম কোমলে আকাশের পথধরে
বলো শুধু আমার হবে, একক আমার
পৃথিবীর নাম বদল হবে, তোমার নামে হবে নাম
সুস্থ দামে বিক্রি হবে অসুস্থ বদনাম 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন