রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

জল আর আমি

জলপরিবারে কোনো শ্রেণী বিভাজন নেই। প্রতিটি জলের সাথে প্রত্যেক জলের বাহ্যিক ও আধ্যাত্মিক সম্পর্ক বিদ্যমান। তাইতো নদী যেমন সাগরজীবনকে  পূর্ণ করে, পাশাপাশি পূর্ণ হয়।
জলের উত্তর পুরুষ 'আমি' বয়ে চলেছি জিউসনদী থেকে কৃষ্ণভূমি
তাদের স্রোতধারা ফুরায় না,
ফুরায় কেবল আমি,
আমার আশায় উপচে পড়া তোমার ঢেউ
ফুরাতে ফুরাতে ফতুর হয়ে যাবো
জানবে না কেউ, জানবে না কেউ!  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন