বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

ইছামতি

বাইরে খুব গরম। ইছামতি পুরাই গরম। গরমের সাথে ইছামতির কোনো সম্পর্ক নেই এমন কথা সমাজের কেউ বলতে পারবে না। গরম ইয়েস বললে ইছামতি বলে ডাবল ইয়েস।

কচুরিপানা ইছামতির গতরে নিথর দাঁড়িয়ে থাকে। জলের পানার কোনো ক্ষমতা নেই চলাচল করবার। জল চললে পানা চলবে, জল না চললে পানা চলবে না। ইহাই পানার নিয়তি।

ইছামতি

কী?

মেঘনা দেখতে আসবে?

আসি যদি মেঘনায় কলস গলায় দিয়ে মরতে হবে না তো আমায়?

বেঁচে থাকার খুব ইচ্ছা বুঝি?

ইস, নিজে বুঝি বাঁচতে চাই না!

ইছামতির জলে নেমেছে আর জীবন নিয়ে ফিরেছে এমন কথা আজও শুনেনি পৃথিবীর মানুষ। ইছামতি হৃদয় হন্তারক। তার মনে তবুও থাকে বেদম প্রেমের জ্বালা, কৃষ্ণ এসে বাঁশি বাজায়, যমুনার ঘাটে হাহাকার, সাঁওতাল লেজ নিয়ে হাজির হয়।

আরেকটু পরে পৃথিবীর উপর এক ফোঁটা জল পড়বে, আপনি মুখ হা করে রাখতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন