মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

গ্রামের খুব কাছে নদী

গ্রামের খুব কাছে মেঘনা নদী
গ্রামের নদী হতাম যদি
বাষ্প হয়ে বাতাসে বাতাসে
মেঘ হয়ে আকাশে আকাশে
জলচোখে চিনে নিতাম বন্ধু তোমার বাড়ি

তারপর কোনো এক দিন
তৃষ্ণায় তুমি চিন চিন
ঠিক তখন ঠিক তখন
আমি তোমার একমাত্র আপন
কানকথা নেই
ভুলদেখা নেই
নেই কোনো দর্জি মেশিন
তোমার চাওয়া আমি
আমার চাওয়া তুমি
চাওয়া চাওয়া এক হয়ে আমরা তখন স্রোতস্বিনী নদী
ঢেউয়ে ঢেউয়ে সংসার
জলকেলি কালচার
প্রেমে মনে গুলজার
একে একে একেকার
আমি যে তোমার
তুমি যে আমার
আমি যেন দেহ
তুমি আমার আত্মা
তারা যেন না বলে
তারা যেন না বলে
তুমি আর আমি ভিন্ন সত্তা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন