আমার সৌন্দর্যসীমা তুমিতে থেমে গেলে পৃথিবীর মন খারাপের কাল
চলো আমরা আকাশ বানাই
মানুষ মেঘ হলে বৃষ্টি লুকাবে আমাদের ডানায়
হাঁটতে গিয়ে পথ ভুলে যাবো
ভাবতে গিয়ে আদর্শ নৈতিকতা ভুলে যাবো একেবারে
শুধু আমাকে মনে রাখবে তুমি আর তোমাকে আমি
আমি আর তুমি থেকে জন্ম নিবে নতুন এক পৃথিবী
আমাদের পৃথিবীতে কেউ কোনো প্রতিষ্ঠানে পড়বে না, সব কিছু যেন বিনম্র প্রতিষ্ঠান
সবাই সব কিছু জানবে যার যার মতো
সকাল হলে পাখির মতো ডাকবে
দুপুরে অভিসারে যাবে ইমোশনাল বায়ু নেই এমন বিছানায়
সন্ধ্যায় প্রার্থনা
আমাদের প্রার্থনায় কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই
কেবলই নিজের দিকে ছুটে চলা
রাতে মুছে যাবে সব আলো
মনেপ্রানে অন্ধকার ঘুম আর ঘুম
চলো আমরা আকাশ বানাই
মানুষ মেঘ হলে বৃষ্টি লুকাবে আমাদের ডানায়
হাঁটতে গিয়ে পথ ভুলে যাবো
ভাবতে গিয়ে আদর্শ নৈতিকতা ভুলে যাবো একেবারে
শুধু আমাকে মনে রাখবে তুমি আর তোমাকে আমি
আমি আর তুমি থেকে জন্ম নিবে নতুন এক পৃথিবী
আমাদের পৃথিবীতে কেউ কোনো প্রতিষ্ঠানে পড়বে না, সব কিছু যেন বিনম্র প্রতিষ্ঠান
সবাই সব কিছু জানবে যার যার মতো
সকাল হলে পাখির মতো ডাকবে
দুপুরে অভিসারে যাবে ইমোশনাল বায়ু নেই এমন বিছানায়
সন্ধ্যায় প্রার্থনা
আমাদের প্রার্থনায় কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই
কেবলই নিজের দিকে ছুটে চলা
রাতে মুছে যাবে সব আলো
মনেপ্রানে অন্ধকার ঘুম আর ঘুম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন