রাত গুনতে গুনতে সকাল হয়ে গেলো। ইছামতি এখন বাড়ি যাবে। আমিও যাবো। দুজনে একটি বাড়িতে যাবো। আমাদের বাড়ির নাম ঘুম। ঘুম আসলে পৃথিবীকে ডাস্টবিন মনে হয়। পালাতে পারলে যেন বেঁচে যায়।
ইছামতির বয়স যখন ছয়েক তখন সে প্রথম ঘুমে আমাকে স্বপ্ন দেখে। স্বপ্নে আমাকে ঠিক ঠাহর করতে পারে না। কিন্তু কিছু একটা সে দেখেছে এ বিষয়ে সে নিশ্চিত। ধীরে ধীরে ইছামতি ভূতের গল্পের সাথে পরিচিত হয়। ভূত সে দেখে না। ভূতের গল্প শুনে পড়ে। স্বপ্নে আসা স্বপ্নটিকে সে ভূত ভাবতে শুরু করে। আজও সে ভূত দেখেনি। কিন্তু স্বপ্নের পুরুষটিকে প্রায় সে দেখে, হয়তো প্রতি রাতে দেখে।
ইছামতি আর ভূত এখন ঘুমাতে যাবে ....
ইছামতির বয়স যখন ছয়েক তখন সে প্রথম ঘুমে আমাকে স্বপ্ন দেখে। স্বপ্নে আমাকে ঠিক ঠাহর করতে পারে না। কিন্তু কিছু একটা সে দেখেছে এ বিষয়ে সে নিশ্চিত। ধীরে ধীরে ইছামতি ভূতের গল্পের সাথে পরিচিত হয়। ভূত সে দেখে না। ভূতের গল্প শুনে পড়ে। স্বপ্নে আসা স্বপ্নটিকে সে ভূত ভাবতে শুরু করে। আজও সে ভূত দেখেনি। কিন্তু স্বপ্নের পুরুষটিকে প্রায় সে দেখে, হয়তো প্রতি রাতে দেখে।
ইছামতি আর ভূত এখন ঘুমাতে যাবে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন