বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

অনেক ব্যথার পর

অনেক ব্যথার পর জন্ম নেয় একজন মানুষ
তবুও তো কথা থাকে মানুষের ঘরে
বিমান থেকে উড়ো আসে কতিপয় মেঘ
মেঘেরও ডানা থাকে
মেঘেরও থাকে কিছু আনন্দ আন্দালিব

অনেক দূর থেকে যমুনার ঘরে জলের কলতান আস্তে করে দেখে নিতে হয়
জলের কাছে কেবল জল, মনের কাছে কেবল মন, মাছের কাছে কেবলই মাছ-- এই আমাদের চোখ, আমাদের সমাজ।

গাছের শরীরে ছুরিকাঘাতে লাঞ্চিত করে প্রাকৃতিক সুখ-- কারা?
বহু আগে যারা গুরু নামে স্বার্থের সাথে কেটে নিয়েছিল একলব্যের বীরশ্রেষ্ঠ অনামিকা তারা ...
আমি তাদের সাথে বসবাস করি, খাই দাই আনন্দ করি
অনেক ব্যথার পর হয়তো আমিও আমি হয়ে ওঠি! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন