পিঁপড়া পৃথিবীর উপর দিয়ে হেঁটে যায়, বেহুলা কেঁপে কেঁপে ওঠে, অর্জুন তামাক টানে বসে বসে।
ইছামতি এমনভাবে ভুল করে যা মৃত্যুর মতো দেখায়। ইছামতি ডাঙ্গা এবং জলের পার্থক্য শেষ পর্যন্ত বুঝতে পারেনি। বক ইছামতির প্রেমে পড়বে স্বাভাবিক, তাই বলে ইছামতি পাখার প্রেমে পড়বে ভাবা যায়!
পাখার সেই ক্ষমতা নেই যে ক্ষমতা সাগরের আছে। ইছামতি সাগরের ধ্যানে থাকবে এমনটাই স্বাভাবিক এমনটাই সুন্দর এমনটাই সত্য। ইছামতির এই ধ্যান ভঙ্গের কারন বহুবিধ রোগের ইঙ্গিত দেয়। হয় ইছামতি সুস্থ হবে নতুবা পাখাকে পাখিকে অসুস্থ করবে।
পিঁপড়া কেবল কয়েকবার পৃথিবীর উপর দিয়ে হেঁটে যাবে।
ইছামতি এমনভাবে ভুল করে যা মৃত্যুর মতো দেখায়। ইছামতি ডাঙ্গা এবং জলের পার্থক্য শেষ পর্যন্ত বুঝতে পারেনি। বক ইছামতির প্রেমে পড়বে স্বাভাবিক, তাই বলে ইছামতি পাখার প্রেমে পড়বে ভাবা যায়!
পাখার সেই ক্ষমতা নেই যে ক্ষমতা সাগরের আছে। ইছামতি সাগরের ধ্যানে থাকবে এমনটাই স্বাভাবিক এমনটাই সুন্দর এমনটাই সত্য। ইছামতির এই ধ্যান ভঙ্গের কারন বহুবিধ রোগের ইঙ্গিত দেয়। হয় ইছামতি সুস্থ হবে নতুবা পাখাকে পাখিকে অসুস্থ করবে।
পিঁপড়া কেবল কয়েকবার পৃথিবীর উপর দিয়ে হেঁটে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন