কার কাছে কি কতা কমু-- সব কাকের ঠোঁট মাংসমুখী, সব নদী জেনে নাজেনে ধরে সাগরের গতি, নিজেকে দেখানোর জন্য কবরে বসেও তারা খেলে সেলফি সেলফি।
কার কাছে কি কতা কমু-- এখানে যোগ হয়েছে চোখের জলের মার্কেটিং, শুরু হয়ে গ্যাছে ডিএসএলআর রাজনীতি, মানুষ ভুলে গ্যাছে শেকড়মুখী নীতি, সব বেগুন এখন আগুনে পুড়ে, তেল মিশেছে জলের লগে।
কার কাছে কি কতা কমু-- সবার মনে রাগ আর রাগ, পারলে ঠেকা পারলে ঠেকা এমন একখান ভাব, মাস্টর ভুলে গ্যাছে ছাত্র, ছাত্র চলে গ্যাছে গাতায়, মাস্টর ছাত্র এক হয়ে আছে খাতায় আর খাতায়।
কার কাছে কি কতা কমু-- সব কাঁঠাল জেনে গ্যাছে মরুভূমি ছিল যা এখন তা নদী, মাছের রাজা পাঙাশ যত খুশী তত খা তত খা, গুটিবাজ রংবাজ এক হয়ে একাকার, সত্যের মৃত্যু শতবার শতবার।
কার কাছে কি কতা কমু-- এখানে যোগ হয়েছে চোখের জলের মার্কেটিং, শুরু হয়ে গ্যাছে ডিএসএলআর রাজনীতি, মানুষ ভুলে গ্যাছে শেকড়মুখী নীতি, সব বেগুন এখন আগুনে পুড়ে, তেল মিশেছে জলের লগে।
কার কাছে কি কতা কমু-- সবার মনে রাগ আর রাগ, পারলে ঠেকা পারলে ঠেকা এমন একখান ভাব, মাস্টর ভুলে গ্যাছে ছাত্র, ছাত্র চলে গ্যাছে গাতায়, মাস্টর ছাত্র এক হয়ে আছে খাতায় আর খাতায়।
কার কাছে কি কতা কমু-- সব কাঁঠাল জেনে গ্যাছে মরুভূমি ছিল যা এখন তা নদী, মাছের রাজা পাঙাশ যত খুশী তত খা তত খা, গুটিবাজ রংবাজ এক হয়ে একাকার, সত্যের মৃত্যু শতবার শতবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন