রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

রাত

আলো আর শব্দ থেকে দূরে থাকতে পারলে ভালো লাগে। আলো আর শব্দের ভেতর মশা ঢুকে গ্যাছে। রাত হলেই হিলিয়াম নীরবতার ভেতর ডুবে যাই, কথা বলতে ভালো লাগে না, কথা শুনতে ভালো লাগে না, কোনো এক নীরব নগরী আমাকে ডাকে-- তার নাম মৃত্যু নয়, আবিষ্কার।

পাহাড় যেখানে সমতল সেখানে শুন্যতা, পাহাড়ের শুন্যতায় দাঁড়িয়ে দেখি পৃথিবী এক সমতল শুন্য ভূমি। পৃথিবীও ঝুলে আছে শুন্যে। কোনো এক নীরব শক্তি আমাদের সবপাশে গোপনে খেলা করে-- মাঝির দেখা পাই না মাঝির দেখা পাই না।

সব নদীর মতো আমার হৃদয়েও যদি ঢেউ ওঠে লোকে হয়তো আমাকে পাগল বলবে, আমাকেও দেখাবে ডাক্তার কবিরাজ কিংবা কোরানের নাস অথবা আলাক। তাদেরকে তখন তুমি বলে দিও সব অসুখ অসুখ না, কিছু অসুখ আছে মহাকালের ঔষধ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন