নতুন নক্ষত্রের আলোর রং নীল
অনেক তাপ তারে দিয়েছিল চিল
হলুদ আকাশের নীল নীল চিল
নক্ষত্রও বৃদ্ধার মতো ফুলে ফেঁপে উঠে বয়সের বাড়ে-- ঝুলে পড়ে তার শুকনো স্তন-- পুড়ে পুড়ে লাল হয় তার দেহ-- তখন মনে পড়ে তার যৌবনপ্রতারনার কথা-- কাকে যেন কথা দিয়েছিল অভিসারের-- কার ঠোঁটে যেন রেখেছিল ঠোঁট অভিনয়ে-- সব মনে পড়ে তার খুব করে।
সময়ের ফাঁদ চোখের ভেতর থেকে যায় চোখ হয়ে
একদিন একদিন করে ফিরে আসে অগ্নিগোলক হয়ে স্মৃতির ঘরে...
নদীর মতো
জলের মতো
পাহাড়ের মতো
পাখির পাখনার মতো সে তখন কথা কই
স্মৃতির আগুনে ফুটতে থাকে যতসব স্মৃতির খই।
সবকিছু থেকে যায়-- গতকাল থেকে যায়--আজ থেকে যায়--আগামীকাল থেকে যায়
সবকিছু থেকে যায় -- চিল নীল ভুল ফুল
আমরা শুধু নক্ষত্রের মতো আমাদের এঁকে যাই।
অনেক তাপ তারে দিয়েছিল চিল
হলুদ আকাশের নীল নীল চিল
নক্ষত্রও বৃদ্ধার মতো ফুলে ফেঁপে উঠে বয়সের বাড়ে-- ঝুলে পড়ে তার শুকনো স্তন-- পুড়ে পুড়ে লাল হয় তার দেহ-- তখন মনে পড়ে তার যৌবনপ্রতারনার কথা-- কাকে যেন কথা দিয়েছিল অভিসারের-- কার ঠোঁটে যেন রেখেছিল ঠোঁট অভিনয়ে-- সব মনে পড়ে তার খুব করে।
সময়ের ফাঁদ চোখের ভেতর থেকে যায় চোখ হয়ে
একদিন একদিন করে ফিরে আসে অগ্নিগোলক হয়ে স্মৃতির ঘরে...
নদীর মতো
জলের মতো
পাহাড়ের মতো
পাখির পাখনার মতো সে তখন কথা কই
স্মৃতির আগুনে ফুটতে থাকে যতসব স্মৃতির খই।
সবকিছু থেকে যায়-- গতকাল থেকে যায়--আজ থেকে যায়--আগামীকাল থেকে যায়
সবকিছু থেকে যায় -- চিল নীল ভুল ফুল
আমরা শুধু নক্ষত্রের মতো আমাদের এঁকে যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন