শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭

যৌবন

অভিশাপ কখনো কখনো রহমতের মতো দেখায়
রাতের বিছানায় শুয়ে আছে ইবাদত
জোয়ারের মাছ
জোছনার ফল
সূর্যগ্রহনকাল আমার ঘুমভাঙা শৈশব
চমৎকার একটি হাত স্পর্শ করেছে নধর যৌবন
যৌবনকাল শেষে নারীও পুরুষের চোখে মানুষ
ফুল আসে
ফুল ঝরে যায়
ফুল থেকে দেখা যায় ফসলের বাহার
গ্রামের বাড়িতে গভীর অন্ধকার
রাত আসে
রাত যায়
রাতের শহর গভীর একা গভীর একা
সব চলে যাবে আলোর ভেতরে ম্যাগাজিন আয়োজনে
বাতাসের মতো থাকবে শুধু আশা, লাল নীল হলুদ রঙের আশা
সবুজ আশা একটু হলেও জীবনের চেয়ে দীর্ঘ
দীর্ঘজোয়ারে গতর রেখে দেখি মানুষ এখনো যৌনগন্ধী প্রানী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন