বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭

অন্য

অন্ধকার হলেই জোছনা ফুটে
অন্ধকারেই আমাদের শত শত ভয়
পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে
নদী বহে বাঁকে বাঁকে
ভয়ার্ত মানুষ ব্রিজের উপর দিয়ে হেঁটে যায় দ্রুত পায়ে
পিলার ধরে জমতে থাকে প্রাচীন কিছু কথা
গভীর কোনো এক স্বপ্ন লুকিয়ে বাড়ি ফিরে হাসনাহেনা
প্রতিদিন একটু একটু বেঁচে থাকা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন