বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

ঘরে

আমি মানে নিরাকার। যত গভীরে যাই ততই ছোট হয়ে আসে আমার চোখ কান নাক গলা মুখ। মুখের গল্প যেন সময়ের ফেনা-- সময়ের ঢেউয়ের তালে ফেনাদের জীবন।

একদিন একদিন করে মানুষ মরে যায়
মানুষ মরে যেতে যেতে আশার বীজ রেখে যায় ।

আশার বীজ থেমে গেলে হৃদয়ের ঘাটে পানাফুল ফুটে-- থেমে যাওয়ার নাম গতি, পরাজিত জীবন জয়ের বাতাস।

নিরাকার আমির নাম নেই কোনো, কত নামে ডাকে লোকে আমাকে তোমাকে, আমাকে দেখা যায় না তবুও দীর্ঘজীবী কার্বন কপি আসে সময়ের ফ্লেপে।

বাস্তব এমনই যা দেখে না তাকে দৃশ্য বলে
যা শুনে না তাকে কথা বলে
যা বুঝে না তাকে বোধ বলে
এক চমৎকার অদৃশ্যের ভেতর কেটে যায় রাধাফুল জীবন, হরতাল, হাতিয়ার-- আমার ঘরে আমিই নিরাকার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন