প্রেমিকের রাডারমন
কথা বললে প্রেমিক যতটুকু বুঝে তারচেয়ে বেশি বুঝে কথাহীনতায়
কেন তুমি ব্যাখ্যা করতে আসো প্রিয়?
প্রেমিককে শিশু ভাবা অন্যায় পাপের অধিক পাপ
মোমবাতি আর প্রেমিক হমান হমান-- দিয়াশিলাইয়ের আশায় বসে থাকে জ্বলবার বাসনায়
আগুনে আগুনে প্রেমিকের মন সাজায় সাধনায়
গভীর হতে হতে আদম হাওয়াকে হারায়
হারাতে হারাতে হাওয়া আদমকে নাহারানোর মতো পায়
প্রেমিকের চাওয়া পাওয়া সমাজচোখে দেখা যায় না
ফুলের দোকানে থাকে রাধা ভুলের দোকানে না
সাবান তো তখনই সাবান যখন তা ফেনা
কথা বললে প্রেমিক যতটুকু বুঝে তারচেয়ে বেশি বুঝে কথাহীনতায়
কেন তুমি ব্যাখ্যা করতে আসো প্রিয়?
প্রেমিককে শিশু ভাবা অন্যায় পাপের অধিক পাপ
মোমবাতি আর প্রেমিক হমান হমান-- দিয়াশিলাইয়ের আশায় বসে থাকে জ্বলবার বাসনায়
আগুনে আগুনে প্রেমিকের মন সাজায় সাধনায়
গভীর হতে হতে আদম হাওয়াকে হারায়
হারাতে হারাতে হাওয়া আদমকে নাহারানোর মতো পায়
প্রেমিকের চাওয়া পাওয়া সমাজচোখে দেখা যায় না
ফুলের দোকানে থাকে রাধা ভুলের দোকানে না
সাবান তো তখনই সাবান যখন তা ফেনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন