বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

রাতভর

এখন অনেক রাত। জলিমা ঘুমিয়ে আছে বালিশের সাথে। প্রজাপতি বেড়ালঘুম দিয়েছে কিছুক্ষন আগে। আমার টেবিলে পড়ে আছে বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টি। মালতীর একটু আগে ঘুম ভাঙে, জয়ন্তুর জন্য তার হৃদয়ে জমা হয়েছে কুয়াশা।

এখন শীতকাল। মানুষের জলে নামতে মানা। শিশুরা মান্যপ্রিয় প্রানী না। আমার মনও আজ শিশুর মতো। কুয়াশাভেজা বাতাস ঝিরঝিরে গতরে বয়ে যাচ্ছে আমার। এই রাত কুয়াশাকালের, এই রাত লেপ্টে থাকার জন্য নহে।

প্রিয় ঘুম আমার, কাল এসো আমার চোখে। চোখ আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ভালোবাসার তো ঘর নেই, বাড়ি নেই, আইন নেই, আদালত নেই। ভালোবাসার জন্য থাকে শুধু ভালোবাসা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন