যে কোনো পাহাড়ি রাস্তার মতো তুমি এক হৃদয়ের নাম হতে পারতো,সুন্দর কোনো চাঁদের মতো তোমার ঠোঁট হওয়ার কথা ছিল আজকের মিছিলে-- ক্রিসেন্ট আর ললিত।
তুমি সেই তুমিই রয়ে গ্যালে
তুমি সেই তুমিই ছিলে
তোমার কোনো পরিবর্তন দেখায় না আজকের পৃথিবী।
আমাদের মাঠে এখন সবুজ ঘাস, আমাদের ঘাটে যৌবনা নৌকা, আমাদের ছেলেদের হাতে বাতাসের নাটাই-- চোখের আলোতে দেখা যায় না সবকিছু।
সবকিছু উৎসব করে চলে না জগতের, সব ধানী রাজার ফরমায়েশি কামলা নহে, কিছু লোক আছে আলোর গভীরে অন্ধকারের পোশাকে ঢাকা-- সময়ের আশায় বসে আছে মহলে মহলে মোড়ে মোড়ে দোকানে দোকানে।
সূর্য আসলে আমাকে ডেকে দিও, তাকে নিয়ে চা খেতে যাবো শ্রমের বাজারে, সামনের সময় শ্রমজীবী শাষন, মানতেই হবে তাদেরকে তোমাকে আমাকে।
তুমি সেই তুমিই রয়ে গ্যালে
তুমি সেই তুমিই ছিলে
তোমার কোনো পরিবর্তন দেখায় না আজকের পৃথিবী।
আমাদের মাঠে এখন সবুজ ঘাস, আমাদের ঘাটে যৌবনা নৌকা, আমাদের ছেলেদের হাতে বাতাসের নাটাই-- চোখের আলোতে দেখা যায় না সবকিছু।
সবকিছু উৎসব করে চলে না জগতের, সব ধানী রাজার ফরমায়েশি কামলা নহে, কিছু লোক আছে আলোর গভীরে অন্ধকারের পোশাকে ঢাকা-- সময়ের আশায় বসে আছে মহলে মহলে মোড়ে মোড়ে দোকানে দোকানে।
সূর্য আসলে আমাকে ডেকে দিও, তাকে নিয়ে চা খেতে যাবো শ্রমের বাজারে, সামনের সময় শ্রমজীবী শাষন, মানতেই হবে তাদেরকে তোমাকে আমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন