মানুষের কোলাহল আকাশ হমান
গাছের ঘরে দেখা দেয় হৃদয়বিদারক অসুখ
মেঘ আর কতটুকু জমা রাখে ঋতুর হিসাব
ঋতু তো জলের জলে ভেসে থাকা আসমানী কথা
যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তারা আরও অজানায় চলতে থাকে চলিতে থাকে আশা দুরাশার কানায় কানায়
কেন গো রাধা একমুঠো নীল কুয়াশা এনভেলাপে জমা করেছিল?
কোনো কোনো মহাকাল তোমারই মতো শ্যামের দেশে কেঁদে কেঁদে মরে
গাছের ঘরে দেখা দেয় হৃদয়বিদারক অসুখ
মেঘ আর কতটুকু জমা রাখে ঋতুর হিসাব
ঋতু তো জলের জলে ভেসে থাকা আসমানী কথা
যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তারা আরও অজানায় চলতে থাকে চলিতে থাকে আশা দুরাশার কানায় কানায়
কেন গো রাধা একমুঠো নীল কুয়াশা এনভেলাপে জমা করেছিল?
কোনো কোনো মহাকাল তোমারই মতো শ্যামের দেশে কেঁদে কেঁদে মরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন