সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

বু

যতবার কথা বলতে আসি ততবারই মনে হয় ছোটোখাটো একটি বিপ্লব করে ফেললাম। সরকারকে সিংহাসন থেকে প্রজার কাতারে নামিয়ে আনার নামই কী বিপ্লব? সামরিক শাষনামলে জনগনের অধিকারজোয়ার আদায়ের নামই কী বিপ্লব? চায়ের টেবিলে সুশাসন সুশাসন বলে শব্দকম্পনের রোদই কী বিপ্লব?
বিপ্লব তো উচিতের দেয়াল ভেঙে দেয়ার নাম।
বিপ্লব তো হাজার বছরের ফুলশয্যা থেকে তোমাকে, তোমার মস্তিষ্ককে মানবিক প্রয়োজনের সামনে উপস্থিত করানোর নাম।
বিপ্লবকে আজ তারা নিয়ে গ্যাছে প্রতিষ্ঠানে-- বিপ্লব তাই গির্জার সঙ্গীতের মতো শুনায়-- আমি শুধু তোমার ভেতর ঢুকে যেতে চাই গোধূলী যেমন করে রাতের ভেতর ঢুকে যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন