ধরি ধরি গণিত ছেড়ে
দেহের সঙ্গে দেহ মিশাই
দেহের ভেতর আছে দেহ, আছে দেহের কালা সাঁই।।
সাগরে জোয়ার এলে নারীদেহে জোয়ার হয়
সূর্য তাপ ছড়ালে কামুক পুরুষ রসিক হয়
রসিক প্রেমিক মন জানে না, মন জানে না প্রেম কোথায়।।
ঋণাত্মক আধান হলে ধনাত্মক ছুটে আসে
শুন্য আধানে সাঁই আমার খেলা করে
শুন্য আধানে যায় প্রভু তোমার দেখা পাই।।
সুরকথা : এমরানুর রেজা
5 জুন 2015, 7:10
দেহের সঙ্গে দেহ মিশাই
দেহের ভেতর আছে দেহ, আছে দেহের কালা সাঁই।।
সাগরে জোয়ার এলে নারীদেহে জোয়ার হয়
সূর্য তাপ ছড়ালে কামুক পুরুষ রসিক হয়
রসিক প্রেমিক মন জানে না, মন জানে না প্রেম কোথায়।।
ঋণাত্মক আধান হলে ধনাত্মক ছুটে আসে
শুন্য আধানে সাঁই আমার খেলা করে
শুন্য আধানে যায় প্রভু তোমার দেখা পাই।।
সুরকথা : এমরানুর রেজা
5 জুন 2015, 7:10
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন