শুক্রবার, ৫ জুন, ২০১৫

জিজ্ঞাসা

প্রযুক্তিকে জিজ্ঞেস করলাম,

``কেমন আছো?"

সে বললো, ``ভালো নেই।"

- কেন?

- প্রচণ্ড মাথা ব্যথা।

আরেকদিন জানতে চাইলাম,

``প্রযুক্তি, কেমন আছো?"

সে উত্তর দিল, ``ভালো নেই?"

- কেন?

- মা বকা দিয়েছে খুব?

কয়েকদিন পর আবার  প্রযুক্তির সাথে দেখা হলে জানতে চাইলাম কেমন আছে প্রযুক্তি।

জানতে পারি সে ভালো নেই।

- কেন?

- গার্ল ফ্রেন্ডের সাথে ঝগড়া।

আমি তখনই একটি মেথ করতে বসি। মেথের নাম `প্রযুক্তি ভালো নেই'।

মাথা ব্যথা = প্রযুক্তি ভালো নেই = খারাপ অবস্থা

মা বকেছে = প্রযুক্তি ভালো নেই = খারাপ অবস্থা

গার্ল ফ্রেন্ডের সাথে ঝগড়া = প্রযুক্তি ভালো নেই = খারাপ অবস্থা

তিন ধরনের মানসিক অবস্থা বোঝানোর জন্য প্রযুক্তি এক ধরনের শব্দ ব্যবহার করেছে। কারণ তিন ধরনের উপলব্ধি প্রকাশের জন্য ভাষার তিন ধরনের ব্যবহার নেই।
এটাই ভাষার সীমাবদ্ধতা।
অর্থাৎ অসীম উপলব্ধি প্রকাশের জন্য ভাষার যে আয়োজনের প্রয়োজন তা ভাষার নেই। এখানে ভাষা সসীম।
পৃথিবীর প্রত্যেক ভাষায় এমন সীমাবদ্ধতা বিদ্যমান। বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগ্রন্থ প্রকাশ পেয়েছে। ধর্মগ্রন্থের ভাষাও প্রচলিত ভাষার উপর ভিত্তি করে রচিত। অর্থাৎ ধর্মগ্রন্থও সীমিত ভাষার ধারক।

তাহলে কি ঈশ্বর সীমিত ভাষায় কথা বলেন কিংবা ঈশ্বরের ভাষাও সীমাবদ্ধ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন