বুধবার, ১৭ জুন, ২০১৫

পরিবার

আমাদের পরিবার আমাদেরকে সীমাবদ্ধ করেছে
দিয়েছে উজার করে সসীম ভালোবাসা
অথচ পরিবারের পাশেই ছিল অসীম নদী, সাগর, জোয়ার, জোয়ারপ্রবণ জীবন
পরিবার বলে মন্দিরে যাও, প্রার্থনা কর, দেব- দেবী তোমাদের ডেসটিনি,
যেও না ঐ খানে, ঐ মিনারের নিচে নাম যার মসজিদ, ঐ খানে যে আল্লা থাকে তা আমাদের  নয়,
পরিবার শিখিয়েছে লালঘরের নাম নাকি নীলঘর, নীলঘরের নাম নাকি বেদনা, মানুষের নাম নাকি  আন্টি, খালা, কাকা, মামা আরও কত কী....

পরিবার ভরাট করেছে নদী-সাগরের স্বাভাবিক গতিময় সফেন স্রোত

এখন মানুষ পুকুরে স্নান করে, যে পুকুরের ময়লা কোনোদিন শেষ হয় না, কোনোদিন শেষ হবার নয়

পরিবার, আর কতকাল দেখাবে তোমার আগলিআগলি চোখ, আগলিআগলি মুখ?
মানুষমাত্রই প্রাকৃতিক, পরিবার বন্দিখাঁচার সুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন