মঙ্গলবার, ২ জুন, ২০১৫

মনেপ্রাণে

কোনো মানুষ মনেপ্রাণে যা সত্য মনে করে অন্য কোনো মানুষ মনেপ্রাণে তা মিথ্যা মনে করে। সত্যকে নিয়ে কথা বলা যেতে পারে কিন্তু মন আর প্রাণকে নিয়ে কথা বলতে গেলেই সমস্যার জন্ম হয়। কারণ মন আর প্রাণ ফ্রেমেবাঁধা রিসিভার। ফ্রেমেবাঁধা রিসিভার তো তাই গ্রহণ করে যা গ্রহণ করতে তা অভ্যস্ত। করাত যেমন কাঠ কাটে, লেদ মেশিন যেমন কাটিংয়ের কাজ করতে অভ্যস্ত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন