মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

তীব্র কিছু

আলোআঁধারি শহরে প্রয়োজন হয়ে থাকে অতীব নিকট ঋতু যেখানে জমা থাকে তীব্র কিছু -- হয় ঘৃণা নয় ভালোবাসা।
ক্লীবের মাঝে পটল তোলা, পটল খেলা। পটল খেলায় কেউ হারতে শিখেনি অথচ পরাজয় একটি উত্তম জয়, অনিবার্য জয়।
পটল খেলায় খেলোয়াড় মানুষ, শয়তান এবং আমি। আমি হয়তো মানুষ, নয়তো শয়তান কিন্তু আমি নই।
বাবা-মায়ের গাজন প্রক্রিয়ায় আমার প্রথম মৃত্যু। দ্বিতীয় মৃত্যু গর্ভে এবং শেষ মৃত্যু পৃথিবীর পাটাতন। আমার আর মৃত্যু হবে না।
 জীবের কাছে তুচ্ছ অপমানের গালিচা -- Imperfect media can't choice a perfect media, can't।
তবুও শ্রদ্ধায় মাথা নত করে জানায় বিনম্র অভিবাদন। কারণ আমি জানি সরল সমীকরণের স্রোতে থাকে জটিল এবং ফেনায়িত ঢেউ। ঢেউ যেন মনের মতো তীরের দেখা পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন