রবিবার, ২১ জুন, ২০১৫

সিমেন

এক ঝাঁক অন্ধকার নেমে আসে
জারুলপাতা অন্ধকার
অন্ধকার সন্ধ্যা আনে
সন্ধ্যায় বটতলায় বসে জোড়ায় জোড়ায় কবুতরের হাঁট
একজনের পাখনায় আরেকজনের পালক
আরেকজনের পালকে একজনের রক্তের স্পন্দন
লিপটুগেদার অতি আদিম পরাগায়ণ
পরাগায়ণের ভাঁজে ভাঁজে তেড়ে আসে অসুস্থ চোখ
উৎকট শব্দ
তবু দেহ চায় দেহের জনক
একের ভেতর এক দেহজ রমণ
দেহাতীত প্রেমের কাল এ্যান্টিলা দ্বীপের মতন
আধখানা চাঁদ তার আধখানা গোপন
কবুতরজোড়া চায় সিমেনের সুস্থ রোপণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন