প্রভু,
তোমার মাঝে ছিলাম ভালোই ছিলাম। পাঠালে দুনিয়ায়।আবার আমার সাথে নিয়োজিত করেছো স্পেশাল ফোর্স-- কেরাবান, কাতিবিন। এতো অবিশ্বাস তোমার? অবিশ্বাস আমার কাজ, অবিশ্বাস আদমের সিনায় সিনায়।
প্রভু,
তোমার সাথে পারসোনাল কিছু কথা আছে, কিছুদিন স্বাধীন থাকতে চাই, কিছু কাজ হবে তোমার সাথে, তোমার কিছু কথা হবে আমার সাথে, বাদ যাবে পাপ- পুন্যের লেখনী কিতাব।
প্রভু,
মৃত্যু ছাড়া ভালো লাগে তোমার? আমি তো প্রতি রাতে পান করি গেলাস গেলাস মৃত্যু। তাহলে কী আমি তো আমি, আর তুমি কী তুমি? আমি তো জানি তুমি নিয়ে আমি, আমি নিয়ে তুমি।
প্রভু,
আমি তো তোমার সন্তান, ইচ্ছার সন্তান। পৃথিবীতে যাকে মা বলে জানি তাঁর চোখে ভালো বা খারাপ সন্তান ভালোবাসায় সমান সমান, তবে কেন প্রভু আমার জন্য জান্নাত- জাহান্নাম!
প্রভু,
হারুত, মারুত তোমার দুই ফেরেশতা, পৃথিবীতে করেছিল জঘন্য আচার। পৃথিবী তো এমনই পাপ- পুন্যের বাজার। তাই প্রভু, পাপ- পুন্য বুঝি না, আমি তোমার কাঙাল, তোমার কাঙাল।
তোমার মাঝে ছিলাম ভালোই ছিলাম। পাঠালে দুনিয়ায়।আবার আমার সাথে নিয়োজিত করেছো স্পেশাল ফোর্স-- কেরাবান, কাতিবিন। এতো অবিশ্বাস তোমার? অবিশ্বাস আমার কাজ, অবিশ্বাস আদমের সিনায় সিনায়।
প্রভু,
তোমার সাথে পারসোনাল কিছু কথা আছে, কিছুদিন স্বাধীন থাকতে চাই, কিছু কাজ হবে তোমার সাথে, তোমার কিছু কথা হবে আমার সাথে, বাদ যাবে পাপ- পুন্যের লেখনী কিতাব।
প্রভু,
মৃত্যু ছাড়া ভালো লাগে তোমার? আমি তো প্রতি রাতে পান করি গেলাস গেলাস মৃত্যু। তাহলে কী আমি তো আমি, আর তুমি কী তুমি? আমি তো জানি তুমি নিয়ে আমি, আমি নিয়ে তুমি।
প্রভু,
আমি তো তোমার সন্তান, ইচ্ছার সন্তান। পৃথিবীতে যাকে মা বলে জানি তাঁর চোখে ভালো বা খারাপ সন্তান ভালোবাসায় সমান সমান, তবে কেন প্রভু আমার জন্য জান্নাত- জাহান্নাম!
প্রভু,
হারুত, মারুত তোমার দুই ফেরেশতা, পৃথিবীতে করেছিল জঘন্য আচার। পৃথিবী তো এমনই পাপ- পুন্যের বাজার। তাই প্রভু, পাপ- পুন্য বুঝি না, আমি তোমার কাঙাল, তোমার কাঙাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন