ইঁদুরের সাথে দেখা হয়েছিল আমার। আগ্রহটা আমারই ছিল, আন্তরিক আগ্রহ। সংবেদ্য মনের এটি একটি ভায়াগ্রা। চেয়েছিলাম মানুষ শব্দটি ভুলে গিয়ে প্রাণিপৃথিবীতে জন্ম নিব।
আমি তাকে বোঝাতে চেষ্টা করি প্রতিটি সম্পর্ক একটি ঘরের মতো। ঘরের দরজা- জানালা যত পরিকল্পনা মোতাবেক নির্ধারণ করা হবে ততই ঘরটি বসবাসযোগ্য হয়ে উঠবে। শুন্য ঘরে তো আর বাস করা যায় না; তাই বিভিন্ন আসবাবপত্র, টিভি- ফ্রিজ প্রভৃতি পরিকল্পনা মোতাবেক রাখা যেতে পারে, রাখলেই বরং ঘরটি আবাসিক। ইঁদুরটি আমার কথা মেনেও নিয়েছিল ফুরফুরে আমেজে। এমন নয় আমি চাপিয়ে দিয়েছিলাম।
কিন্তু সমস্যা একটাই! ঘরনামক সম্পর্কে আমি রাতে ঘুমাই আর ইঁদুরটি সম্পর্ক কাটে।
ইঁদুর কাটাকাটি করবে এটাই স্বাভাবিক, নতুবা যে ইঁদুর আর ইঁদুর থাকবে না।
তবে ইঁদুরের সাথে চলতে গিয়ে আবারো জেনেছি আমি প্রাণি নয়, মানুষ।
আমি তাকে বোঝাতে চেষ্টা করি প্রতিটি সম্পর্ক একটি ঘরের মতো। ঘরের দরজা- জানালা যত পরিকল্পনা মোতাবেক নির্ধারণ করা হবে ততই ঘরটি বসবাসযোগ্য হয়ে উঠবে। শুন্য ঘরে তো আর বাস করা যায় না; তাই বিভিন্ন আসবাবপত্র, টিভি- ফ্রিজ প্রভৃতি পরিকল্পনা মোতাবেক রাখা যেতে পারে, রাখলেই বরং ঘরটি আবাসিক। ইঁদুরটি আমার কথা মেনেও নিয়েছিল ফুরফুরে আমেজে। এমন নয় আমি চাপিয়ে দিয়েছিলাম।
কিন্তু সমস্যা একটাই! ঘরনামক সম্পর্কে আমি রাতে ঘুমাই আর ইঁদুরটি সম্পর্ক কাটে।
ইঁদুর কাটাকাটি করবে এটাই স্বাভাবিক, নতুবা যে ইঁদুর আর ইঁদুর থাকবে না।
তবে ইঁদুরের সাথে চলতে গিয়ে আবারো জেনেছি আমি প্রাণি নয়, মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন