বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

সত্য

বহুবার বহুরূপী সত্যকে দেখেছি। মরুভূমি-এলাকায় সত্য যে বালুময়, নীলাভ বালুচর। জলাভূমির সত্য যেন জলের আকর। মূলত সত্য তাই তোমার আমার চাওয়া যেখানে এক হয়ে যায়।

Many a time I have watched verbal truth in the Berber. Truth is sandy, Colorado sand in the desert. In water land truth is water, a series of water growth. Actually truth is there where you and me are mutual.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন