কখনো মঞ্চের লোক হতে পারিনি। অসামাজিক আমার নাম।গ্রাম্যডোবার নোংরা কোণায় যে পেনাফুল ফুটে তারই সাথে খেলা করা আমার কাম।
অভিনেতা নয়, দর্শক
লেখক নয়, পাঠক
বক্তা নয়, শ্রোতা হয়ে টক্কর টক্কর চলে আমার রেলগাড়ি।
রেলগাড়ি যেখানে গিয়ে থামে তার নাম নীরবপুর। তারপর আরো নীরব হয়ে যেতে হয়। মায়ের জঠর কিংবা মৃত্যুমুখের মতো নীরব। নীরবতা আমাকে মঞ্চে তুলে নি। নির্দেশিত আলোকসজ্জা থেকে দূরে, বহুদূরে কোনো এক উপগ্রহে আমার আটপৌরে জীবন।
আজ আমি মঞ্চের লোক নই, মানুষের লোক।
অভিনেতা নয়, দর্শক
লেখক নয়, পাঠক
বক্তা নয়, শ্রোতা হয়ে টক্কর টক্কর চলে আমার রেলগাড়ি।
রেলগাড়ি যেখানে গিয়ে থামে তার নাম নীরবপুর। তারপর আরো নীরব হয়ে যেতে হয়। মায়ের জঠর কিংবা মৃত্যুমুখের মতো নীরব। নীরবতা আমাকে মঞ্চে তুলে নি। নির্দেশিত আলোকসজ্জা থেকে দূরে, বহুদূরে কোনো এক উপগ্রহে আমার আটপৌরে জীবন।
আজ আমি মঞ্চের লোক নই, মানুষের লোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন