সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

বাথরুম

বাথরুম বর্বর। বাথরুম আদিম। বাথরুম মানে না তথাকথিত সভ্যতার খোলস। বাথরুম দিয়ে থাকে শুদ্ধতা, মিনিপ্যাক প্রশান্তি। বৃদ্ধ, বৃদ্ধা, বোদ্ধা, দম্পতি, শিশু কিংবা আচার্য সবার জন্য বাথরুম খুলে রাখে তার মন, সংরক্ষণ করে সরাসরি সবার আপন গোপন। বাথরুমসভ্যতা  প্রাচীন, পৃথিবীর মতো আপন, মানুষের চিরায়ু স্বজন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন