০১
হাল কেটে যারা প্রেম আনলেন তারাই হয়ে উঠলেন কুমির🐊
০২
ডাকাত তাড়ানোর পর আপনি যখন ডাকাত হয়ে উঠেন তখন কিন্তু আমরা বলতে বাধ্য— ডাকাতই ভালো ছিলো! মানুষ মাস্টারি পছন্দ করে না— মানুষ যাকে মাস্টার মানে তাকে মাস্টারি করা লাগে না। যোগ্যতার একটা নিজস্ব ক্ষমতা আছে— ক্ষমতার নিজস্ব যোগ্যতা নাই: আজ আছে কাল নাই!
০৩
বাঙালি মেয়েরা অলঙ্কার পছন্দ করে— তবে সারাদিন অলঙ্কার পরে বসে থাকে না— বয়ফ্রেন্ড, বাঙালি মেয়েদের কাছে অলঙ্কারের মতো— বিশেষ কারন ছাড়া মেয়েরা বয়ফ্রেন্ডকে পাবলিকলি ওপেন করে না।
০৪
যে যাকে যত ভালোবাসে সে তাকে তত সুন্দর দেখে— আমার কাছে কথাডা সত্য নয়— সুন্দর ইজ অলয়েজ সুন্দর— চান্দের জোছনাকে আপনি ভালো না বাসলেও জোছনার কোনো যায় আসে না—তবে খাবার হিসাবে কাডল পাতা ছাগল পছন্দ করে, মানুষ করে না—রুচির জায়গা আলাদা— আলাদা রুচি আলাদা আলাদা পছন্দতালিকা নির্মাণ করতেই পারে— ফলে ভালোবাসার প্রায়োরিটি আলাদা হতেই পারে।
দূরত্ব বাড়ালে গুরুত্ব বাড়বে বিষয়টা এমন না— গুরুত্ব দিয়ে দূরত্ব কমাতে হয়।
০৪
পিপড়া কাডাল খাইতে গিয়া কোমড়ে ব্যথা জমাইছে— অহন, ব্যায়ামবিদরে জিগাই— কোমড়ের ব্যায়াম কি আমারে কহো!
০৫
শোনো— জনগণকে নির্মুল করে দাও— আরও ছোট করে আনো তাদেরকে—জনগনের সামনে এমন আদেশ আনো যাতে তারা চুপ হয়ে যেতে বাধ্য হয়— কারন তোমাদের কাছে জনগণের চেয়ে রাজনীতি বড়!
০৬
তার হাসির রোদ দেখে বুঝা যায় তার প্রেমিকের তাপমাত্রা কত।
০৭
দুনিয়াডা চলছে কথার উফরে— কথাতে জঙ্গল কথাতে মঙ্গল।
০৮
যে বিপদ নিয়ে তুমি বিষন্ন সেই বিপদ আশীর্বাদ হয়ে যাবে— তুমি টেরও পাবে না— যে আশীর্বাদ নিয়ে তুমি আনন্দিত সেই আশীর্বাদ বিপদ হয়ে যাবে—তুমি টেরও পাবে না। যা তোমার টের পাওয়ার সীমানার মধ্যে নেই তা কেনো তোমার মনে কুতকুত খেলে যাচ্ছে— তাকে বিদায় দাও— এই পৃথিবী থেকে একদিন তোমাকে বিদায় হতেই হবে!
০৯
আপনি যখন সবার হয়ে যাবেন— একজনের সবটুকু হতে পারবেন না।
১০
আসন চায় যোগ্য মানুষ তার উপরে বসুক— যোগ্য মানুষ যখন আসনে বসে না তখন আসন চিল্লাচিল্লি করে— আসনের এই চিল্লাচিল্লির নাম আন্দোলন। আন্দোলন একটি রাষ্ট্রকে শেষ করে দিতে পারে— আন্দোলন একটি শেষ হওয়া রাষ্ট্রকে পৃথিবীর শ্রদ্ধাসম রাষ্ট্রতে পরিনত করতে পারে। আন্দোলনকারী সৎ ও জ্ঞানী না হলে রাষ্ট্র মূর্খতার শেষ পর্যায়ে যেতে খুব বেশি সময় লাগে না!
১১
বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের মতো ঔষধ পৌঁছে গ্যাছে— বিদ্যুৎ আসা যাওয়া করে— ঔষধ একবার যে ঘরে ঢুকছে সেই ঘরকে কবরে ঢুকানোর পর মিস্টার ঔষধ বাড়ি ফিরে!
১২
মাথার ভেতর যখন আকাশ থাকে না— তোমার দেহকে কেবলই মেঘ মনে হয়।
১৩
তারা বলে— আইন সবার জন্যে সমান— সমান শব্দটা আইনে সমানভাবে নাই জনাব— দেখুন না— ভালো করে দেখুন— প্রয়োজন হলে পাওয়াফুল চশমা দিয়ে দেখুন।
১৪
ভেগে যাওয়ার আগে দৌড়াতে শিখো প্রিয়— মিথ্যা বলার আগে জেনে নাও সত্য বলার কৌশল— মানুষ তো হবাই— আগে চিনে নাও নিজের ভেতরের সক্রিয় অমানুষটারে— যাকে পছন্দ করো অধিক— জেনে নাও সবকিছুর আগে তার অপছন্দের তালিকা
১৫
নদী ডুবে যায় ডরে— নদী মরে যায় চরে।
১৬
বাংলাদেশের দিন চলে যায় মাস্টারবেশন আর অবজারভেশনে।
১৭
কথাকে রান্না করতে আগুন লাগে।
১৮
জলের কোনো রাজনীতি নেই— জলের সোজানীতি হচ্ছে তার পথে সে যাবেই।
১৯
মূল সার্ভিসের খবর নাই— ফ্রি সার্ভিসের ঘুম নাই।
২০
বিশ্বাস আপনাকে করতেই হবে— ধন দিয়ে। জন দিয়ে। মন দিয়ে। বিশ্বাস আপনাকে করতেই হবে কাউকে না কাউকে। বিশ্বাস করে যখন এই বাংলায় আপনার বিশ্বাস ভঙ্গ হবে না— বুঝতে হবে আপনার জীবনে একটা মিরাকল ঘটে গ্যাছে। এই বাংলায় মিরাকলের জন্যে আসমানের দিকে তাকাতে হয় না— মানুষের আচরণ অথবা আপনি মানুষের সাথে যে আচরণ করেন তার দিকে তাকালেই চলে।
২১.
উড়ার জন্যে পাখির মতো একটা ডানা হলে কেবল চলে না— উড়ার মতো একটা সক্রিয় মনও থাকা চায়। হে বন্ধু, তোমার ডানা না থাকুক— মন তো আছে। মনের মধ্যে একটা স্বপ্নধরা ডানা বসিয়ে নাও— দেখবে স্বপ্নের ডানা দৃশ্যমান ডানার চেয়ে অনেক অনেক শক্তিশালী।
To soar high, merely having wings like a bird isn’t enough—you need a mind ignited with purpose. My friend, even if you don’t have wings, your mind holds limitless potential. Attach the wings of dreams to your thoughts, and you’ll find that dream wings are far more powerful and boundless than any physical ones.
২২.
We go this way bonded in our human experience and when we face it all, we see beyond, we begin to share our heart, this fountain which knows no borders, this endle source of joy.
আমাদের অভিজ্ঞতা আমাদেরকে দেখতে শুনতে চলতে ফিরতে অন্ধকার রাতে আলোর মতো কাজ করে— যখন আমরা আমাদের অভিজ্ঞতার সবটা উপলব্ধিতে নিয়ে আসতে পারি তখন শুরু হয় ভিন্ন এক যাত্রা যেখানে রাজত্ব করে কেবল হৃদয় যেখানে অভিজ্ঞতা সূর্যের ☀ আলোর সামনে মোমবাতি যেমন ঠিক তেমন হয়ে পড়ে— যেখানে একমাত্র রাজা হৃদয় যার কোনো সীমানা নেই— আর সেখানেই জীবনের অন্তহীন আনন্দযাত্রা।
২৩.
পুরো পৃথিবীকে সামনে নিয়ে বড়ভাবে আমাদের জেগে উঠতে হবে— আগে জানতে হবে, তারপর শক্তিশালী উপায়ে মানতে হবে, দ্যান, সমৃদ্ধির পথে লেগে থাকতে হবে সামষ্টিকভাবে— কাড়াকাড়ি নয়— কড়াকড়িভাবে মানুষের পথে মানুষের জন্যে বাচতে হবে— কেবল একে অন্যের সঙ্গে নয়— একে অন্যের জন্যে পথ চলাই সত্যিকারের সমৃদ্ধি এনে দেবে।
We must awaken with a grand vision, embracing the whole world before us— First, we must learn; then, we must believe with unshakable strength— And finally, we must walk the path of prosperity together—not in rivalry, but with unwavering dedication to humanity.
Not by mere coexistence, but by standing for one another—this is the way to true abundance. Only when we journey not just with each other, but for each other, will we find the richest fulfillment of all.
24
Moderate system will survive and old system will be deteriorated— tradition is beautiful only in the jungle.
২৫
সূর্য আর গাছ চিরদিন একসঙ্গে থাকে— গাছ কেবল উপরে উঠতে চায়— গাছ তার প্রয়োজনের কাছে যেতে চায়— গাছ তার বন্ধুর কাছে যেতে চায়— এই যে গাছ উপরে উঠতে চায় সেটাই গাছের নত হওয়া বা সমর্পিত হওয়া— প্রয়োজনের কাছে যে নত হতে জানে না সেই অপ্রয়োজনীয় জীবন যাপন করে— গাছ উপরে উঠে কিন্তু শেকড় থাকে মাটির গভীরে— মাটি তাকে লালন করে কিন্তু সূর্য তাকে পালন করে। যারা আপনার লালনের সাথে জড়িত— যারা আপনার পালনের সাথে জড়িত তাদের থেকে কতদিন দূরে থাকা যায় বন্ধু!?
২৬
তরকারি রান্না করতে হলে একটি নির্দিষ্ট তাপমাত্রা দরকার— আগুন বাড়িয়ে তাপমাত্রা বাড়ানো হলে পাত্র পুড়ে যাবে—কাউকে যখন শাস্তি দেয়া হয় মাত্রার বাইরে সেটা আর শাস্তি থাকে না— সেটা হয়ে যায় অত্যাচার বা নিপীড়ন— অত্যাচারীর ধ্বংস অনিবার্য।
প্রিয় এমরানুর রেজা ভাই, মনে রেখো— ইনসাফ করতে গিয়ে জুলুম যেনো না করে ফেলো!
সর্তকতা পবিত্রতার একটি ডিপার্টমেন্ট— ভয় রোগের একটি শক্তিশালী ডিপার্টমেন্ট— সর্তকতা যখন মাত্রা অতিক্রম করে তখন তাকে ভয় বলে।
There is a fine line between justice and oppression— When punishment exceeds its limits, it is no longer justice—it becomes tyranny. And history has shown that the downfall of the oppressor is inevitable.
Dear Emranor Reja Bhai, be careful that in seeking justice, you do not commit injustice!
Caution is a branch of purity, while fear is a form of mental illness— When caution crosses its limits, it turns into fear.
২৭.
কবিতায় সংসদ এলে কবি তুমি হয়ে উঠো মানুষের—সংসদে কবিতা গেলে মানুষ হয়ে উঠে কবিতার।
২৮.
জান্নাতে যাওয়ার আশায় দুনিয়াকে যারা জাহান্নাম বানায় তারা যেনো ভুলে না যাই পরীক্ষার কেন্দ্রে তারাই অরাজকতা সৃষ্টি করে যারা আসলে পাশ করার ক্ষমতা ন পায়।
২৯
দুধের বাটি খোলা রাখলেই বিড়ালের জিব্বা বের হয়ে আসতে চায় মানে বিড়ালের বিড়ালত্ব জেগে উঠে— আহারে বিড়াল! তুমি আর মানুষ হয়ে উঠলে না যেখানে দৃষ্টি সংযত করার কথা আছে তোমার জন্যে!!
If a bowl of milk is left open, a cat's tongue can't help but come out—its feline instincts awaken. Alas, dear cat! You never learned to be a rational human, even when you were supposed to restrain your ravenous eyes!!
৩০
দান করে যে জাহির করে সে জাহেরি— বাতেনিভাবে নিশ্চয়ই তার কোনো গরীবি হালত আছে।
৩১
আপনি কবিতাও করবেন, আবার ক্ষমতাও চায়বেন— হবে না আক্কাস, হবে না ওহে আকাশি, হবে না— কবিতা সব সময় ক্ষমতার বিরুদ্ধে কথা বলে। তবে হ্যাঁ— কবিতার একটা নিজস্ব ক্ষমতা রয়েছে যা সিংহাসনে বসা লোকটিকে মাটিতে থাকা লোকদের কথা মনে করিয়ে দেয়— মাটিতে থাকা লোকদের মনে করিয়ে দেয় ভূমি যার অধিকার তার। ক্ষমতা আপনার মাথায় হাত রাখছে মানে আপনি শেষ— সকালে বিকালে শেষ, রাইতে সকালে শেষ!
You may write poetry, but you also seek power— this won't work, Akkas, it won’t work, hay Akashi, it won’t work— poetry always speaks against power. However, yes— poetry has its own power, which reminds those sitting on the throne of the voices of those on the ground— it reminds those on the ground that the land belongs to those who have the right to it. When power places its hand on your head, it means you’re finished— in the morning or in the evening, finished; in the night or in the morning, finished!"
৩২
রেজা ভাই, অন্ধকার হয়ে অন্ধকারকে গালি দিয়ো না, সূর্য অন্ধকারকে গোল টেবিলে বসে গালি দেয় না— সূর্য তার কাজটা দেখায় কেবল— সূর্য না হতে পারো রেজা ভাই— অন্তত মোমবাতির আলো হও— তাতেও তুমি কোনো না কোনো টেবিলের অন্ধকার দূর করবে।
Reja Bhai, do not curse the darkness while being in the dark. The sun does not sit at a round table to curse the darkness—it simply does its work. If you cannot be the sun, Reja Bhai, at least be the light of a candle. Even that will dispel the darkness from some table.
৩৩
এখানে মানুষের চেয়ে হিংসা বড়ো— আরও বড়ো মূর্খতা।
৩৪
চাতাল কলে মাতাল হয়ে লাভ নাই জনাব— গুড় ঠিকই জানে পিপড়ার শক্তি।
৩৫.
রিস্ক নিবেন না জনাব— তাহলে জেনে রাখুন আপনি রিস্কে আছেন।
৩৬
মানুষকে সাহায্য করা শুধু অন্যের জন্য নয়, বরং মানুষের নিজস্ব পরিপূর্ণতারও একটি অংশ— একে অপরকে সহায়তা করলে সমাজ ও পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে— মনে রেখো সংগ্রামী আত্মারা আমার, ফুল যদি আপনার বাগানে ফুটতে পারে, সেই ফুলই আপনার ক্ষেতের ফসল বৃদ্ধি করবে।
আগাম প্রস্তুতি নিচ্ছি মানে ভয় নয়— কারণ সচেতন থাকা দায়িত্ব, দুশ্চিন্তা নয়।
Helping others is not only for the benefit of others— but also a part of one’s own completeness— when we assist each other, society and the world become more beautiful.
Remember, my struggling souls, if a flower blooms in your garden, that very flower will enhance the yield of your field.
Preparing in advance doesn’t mean fear—it’s because being aware is a responsibility, not a worry.
৩৭
জোর করে ভোর ফোটানো যায় না রেজা ভাই— হুল ফোটানো যায় মামু— তবে জোর করে হুল ফোটাতে গিয়ে কত বুমরা মারা গ্যাছে!
৩৮.
সাংবাদিকরা ব্যবসায়ীদের বিবেক।
৩৯.
নারীর শক্তি নিয়া কথা বলো বেটা!? একবার বড় চুল রাইখ্যা দেখো— কেবল চুল গোছানো রাখতে কি পরিমাণ শক্তি লাগে!
৪০
ইন্দুর যতই মাতামাতি করুক— সে জানে বিড়ালের রাজ্যে সে লিডার হতে পারবে না।
৪১
সূর্যের ☀ জয় অনিবার্য— রাতেও সূর্য চাঁদের ছদ্মবেশে আসে।
৪২
যেখানে মানুষ হারিয়ে যাচ্ছে সেখানেই আমরা হাততালি দিচ্ছি!
৪৩
When a fisherman catches a fish, he certainly doesn’t have to become a fish himself; and when the police catch a criminal, they don’t have to be one either. Dear uncle, we can quite well understand the cawing of a crow in our own way — mistakes can happen, after all.
৪৪
আপনি একটি সিনেমা দেখছেন। আপনার ঘরের বিছানার উপরে— ল্যাপটপে। মনিটরের সমগ্র এলাকা ভরে একটি নায়িকা সর্পিল ভঙ্গিতে নাচ করছে। আপনি সেই নাচ দেখছেন। আপনি নিজেও জানবেন না আপনাকে দেখছে আরেকটি সত্তা। না না— আমি আমলনামা লেখা ফেরেশতার কথা বলছি না। ফেরেশতা বাদেও আরেকজন আছে আপনার ঘরে যিনি আপনার আমলনামা লিখতেই থাকে এবং লিখতেই থাকে। তিনি আপনার স্ত্রী। সিনেমার নায়িকার সেই সর্পিল নৃত্য দেখার কারনে আপনার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আলিফ লায়লা হয়ে গেলো এবং আপনি তা টেরও পাবেন না। আপনাকে কিচ্ছু বলবে না কিন্তু ডট ডট ডট। এই ডট ডট ডটের ভেতরে প্রথম যে জাতীয় নারী বাক্যের জাতীয় বাক্যটি মনে মনে বার বার বলতে থাকবে তা হলো— সব পুরুষরা এক!
৪৫
পরিবার হলো সূর্য আর রাষ্ট্র হলো তারই অবিচ্ছেদ্য আলো।
৪৬
একজনের বৃষ্টিসময়ে আমার একমাত্র ছাতাটা দিয়েছিলাম— সে ফেরত দেয়নি— আজকে আমার বৃষ্টিসময়ে ছাতা পাচ্ছি না— কাউকে নিজের একমাত্র কোনোকিছু দিয়ে সহযোগিতা করো না রেজা ভাই— কারন তোমার একমাত্র সময়ে তাকে নাও পেতে পারো এবং সেটাই হয়।
৪৭
কেউ যখন আমার প্রশংসা করে আমার ব্রেইন সেটাকে পিক করে আক্রমণ হিসাবে— প্রসংশার আক্রমণ। আমি তখন শরীয়তী স্টাইলে সাথে সাথে তার একটি প্রসংশা খুজে বের করি এবং তার মনের সামনে ছুড়ে দেই। আমি জানি, গাছ কেবল জলে বাচে না, রোদেও বাচে এবং বাতাসও তার দরকার হয়। এবং আমি জানি, আমার ঘুমানোর সময় যিনি আমার জেগে থাকার শক্তি নিয়ে প্রসংশা করেন তিনি আসলে চান না আমি সেই সময়টাই ঘুমাতে যাই।
৪৮
অন্যায়ভাবে আপনি যদি কারো দিকে একটি ফুলও ছুড়ে দেন— ন্যায়ভাবে সেটা আপনার দিকে পাথর হয়ে ফিরে আসবে— আসবেই!
৪৯
যাদের আচরণ পশুর মতো— তারা পশু কোরবানি দিয়ে মানুষ হতে চায়— চেষ্টা চলছে সেই পশুর যুগ থেকে।
৫০
বাঘের গর্ভে কখনো ছাগল জন্মাতে আপনারা দেখেছেন? সবাই বলবেন " না, অবশ্যই না'। কিন্তু মানুষের গর্ভে অমানুষ জন্মে, অমানুষের গর্ভে জন্মে মানুষ। আপনারা সবাই বলবেন— ঠিক ঠিক, একদম ঠিক। অমানুষও দেখতে ঠিক মানুষের মতো—কিন্তু বাঘ দেখতেও ছাগলের মতো হয় না, ছাগল দেখতেও বাঘের মতো হয় না।
৫১
দেশি, হুগা মারে বিশি— আসসালামু আলাইকুম— আপনারা কেমন আছেন? আমরা বাঙালি— আমরা সবাই মিলে ভালো আছি ☺।