বদনামের আচার যদি না পায় মানুষ
কথার খাবার জমে না আড্ডায়
বাতাসে উড়ে না যাত্রাপালার আনন্দ ফানুস
এই নদী সাগরে যাবে মিষ্টি হবে তার জল
এই সাগর নদীকে খাবে নোনতা হবে তার ফল
গাছের কোনো ঘর নেই
জলের আছে চর
কথাতে আপন তুমি
কথাতেই পর
কাকে মানুষ করছে আপন
কাকে মানুষ বলছে অপর
পাতাতে পাখির সংসার
পাতাতে হচ্ছে জমি আশ্চর্য উর্বর
একই সূর্য তোমার আমার
মানুষ মায়ের সন্তান
এই সমাজই বানাচ্ছে প্রিয়
সাধু ভন্ড মাস্তান
ফুল থেকে ফলকে আলাদা করো যদি
প্রকাশ পাবে কেবলই তোমার কথার বাহাদুরি
বাহাদুরি রুচির শত্রু সাদা মোড়কে ত্রাস
বদনামের কপাল খেয়ে বাশি হচ্ছে বাশ
সময়ের স্রোত হয়ে রেজা চলে বয়ে
সুরের সাথে ঘরসংসার
অসুর যায় ক্ষয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন