শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

তোমার স্মরণ স্বর্গ স্বরূপ

 


কোরানে তোমারে খুজি না প্রিয় 

তোমাতে আমি কোরান খুজি 

দূরে ঠেলে সব ফতোয়াবাজি 

আমার ধ্যানে তোমারে পুজি 

তোমার প্রেম আমার রোজি 

তোমার স্মরণ স্বর্গ স্বরূপ 

আর বাকি সব হালুয়া সুজি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন