সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

যাত্রী যাত্রা

 এইখানে বসে 

চোখের ভেতরে নদীর মতো মাঝি একে 

এইখানে বসে 

ঢাকা শহরের সমগ্র আলো মেখে 

নীরব হয়ে যাই চলো 

চোখের সাগরে একটা ছোট্ট কোলাহলও থাকবে না 

মানুষের বানানো মাংসের দুনিয়া 

মাংসের বানানো রাজনীতির খায় খায় স্বভাব 

অন্ধকারে যেমন আলোর অভাব 

আলোতে যেমন আলোচনার লবনাক্ত হাবভাব 

সবকিছু ছেড়ে 

সবকিছু রেখে 

সবার একজন হয়ে 

একজনের সবার হয়ে 

চলো পালাই— আরও আরও লোকালয়ের ভেতর 

চলো পালাই— আরও আরও কোলাহলের উপর 

অনেক শব্দের ভেতর তুমি ঘুড়ি 

তোমার ঘুড়ির পাখায় উড়ি— এই আমি উড়ি 

এখন উড়ি 

তখন উড়েছি 

উড়তে থাকবো আরও আরও বহুবার 

যতবার আকাঙ্ক্ষা জন্মাবে তোমার 

ততবার তুমি আমার কেবলই আমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন