কত দেখলাম ইশতেহার
আগে চলে কথার ভার
নেতা ভাঙে প্রজার ঘাড়
কথার কথা আর কত
দিনে দিনে বাড়ছে ক্ষত
কথা কমাও
বাড়াও কাজ
ডক নাই তাইনের অধিক সাজ
বাহাদুরি কমাও মিয়া
নেতা হও কাজ দিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন