বুধবার, ৩০ জুলাই, ২০২৫

এক গাধার গল্প

এক গাধা এসে বাঘকে বললো— আপনি ঘোষণা দেন যে আজ থেকে জঙ্গল স্বাধীন— তাতে আপনার পাশে কাউকে না পেলেও আমাকে পাবেন। 

বাঘ চুপ। 

পরের দিন গাধাকে সিংহ দৌড়ানি দিলো।

তারপর থেকে গাধাকে আর খুজে পাওয়া যায় না। 

জঙ্গল এখন গাধামুক্ত। 

মানুষের মঙ্গলে গাধারা এখন মানুষের সমাজে মানুষের মতো হুবহু চেহারা ছুরত নিয়ে দিনরাত ঘাম ঝরায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন