ভুলে যাওয়া পাখি
আলো ঝিকিমিকি
সন্ধ্যা রাতের কথা
মনে পড়ে কী
একা তারে বসে
হাওয়া খেতে খেতে
কার কথা ভাবো
অতীতে অতীতে
যাকে তুমি চাও
নাপেয়ে পেয়ে যাও
জোছনার মতো জল
আলোতে আলোতে
মনের গহীনে
আরও গোপনে
প্রকাশ হলে ভালো
চলিতে চলিতে
অচেনা অজগর বোধ
চোখের পেছনে রোদ
ফিরিতে ফিরিতে
ক্লিয়ার হলে ভালো
যতসব কর্ম
মান অভিমান বর্ম
বলিতে বলিতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন