কাচুলি সন্ধ্যা উদাম করো উদার অন্ধকারে
সুরকি মানুষ তোমার জলে বাতাস নড়েচড়ে
হাওয়া ওগো হাওয়া ওগো আঘাত কেন করো
ঘুমপাড়ানির প্রজা সকল কুয়াশা গল্প ধরো
ভূত নামবে
জ্বিন নামবে
নামবে রাতের ফুল
সাগর কোমড় খুজতে খুজতে পেছনে যাচ্ছে কূল
কূল নাই
কিনার নাই— সর্বনাশা ডাক
লোভের নিচে লোভ লাগালো অলস দুপুর কাক
ধানের বীজ গানের বীজ কোথায় যেনো যাচ্ছে
নূপুরপরা সন্ধ্যাতারা ☆ হাওয়ায় আলো মাখছে
অমলধবল শাড়ির ভাজ অতীত গিলে খাচ্ছে
এক মাঘে চেতনাশীত দারুণ অরুণ নাচছে
ম্যাসাকারে আষাঢ়গীত রক্তবীজে বাজছে
একলা পাখি একলা আকাশ একা নীড়ে ফিরছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন