শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

নো টক

মানুষের সাথে আমার আন্ডারগ্রাউন্ড সম্পর্ক
কে আছো সম্পাদক
কে আছো প্রোডিওসার
পালাও পালাও
অফিস ঘেরাও হবে
জ্বলবে আগুন দাউ দাউ।

শিল্পের নামে চলছে যৌনতার ব্যবসা
বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে প্রোগ্রাম
এই মাটি এই শিল্প তোমার আব্বার না, জনগনের গ্রাম।

এই গ্রামে ফুলের চাষ হবে, মৌমাছি আবার আকাশে উড়বে, মাছের বাজারে মাছি করবে ভনভন।

যে কৃষক ফসল তুলতে গিয়ে ঘাম ঝড়ায়,
যে নদীকন্যা পৃথিবীর ভার বুকে নিয়ে সংসারপথে গতি হারায়,
যে লেখক স্রোতকে ধাক্কা দিয়ে বিল্পব বানায়-- তাঁদের কাছে মাথা নত করে নদীর জোয়ারের মতো চিনে নিবো আশালতা ফল,
সমাহিত মন,
হৃদয়ের জন,
জীবের আগের জল

ভুলে যাবো নেমে আসা যতসব ভয়ার্ত কনকন।

তোমাদের কাছে খুচরো পয়সার মতো গরীবের জীবন
গরীব মরে আইনের ফাঁদে, তোমাদের আদালত
রোজ চলে এসিরুমে তোমাদের মানবিক বৈঠক
টেবিলের নিচে কাজ চালায় আমাদের সম্পাদক
মানুষের সাথে আমার আন্ডারগ্রাউন্ড জীবন
নো টক নো টক! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন