ট্রেন প্রতিদিন যাত্রী তুলে, যাত্রী নামায়, ট্রেন কখনো লাইন থেকে সরে আসে না দূরারোগ্য রাস্তায়। যদি কখনো নেমে আসে রাস্তার পারিবারিক আঙ্গিনায় তখন চরম এক পরকালের দিন তার।
প্রিয় আমার,
তোমাকে আজকাল ট্রেনের মতো সেবক মনে হয়। কত শত যাত্রী তোমার কামড়া থেকে কামড়ায়। আমি পড়ে আছি রাস্তা থেকে রাস্তায় হায়চিল বেদনায়।
প্রিয় আমার,
তোমাকে আজকাল ট্রেনের মতো সেবক মনে হয়। কত শত যাত্রী তোমার কামড়া থেকে কামড়ায়। আমি পড়ে আছি রাস্তা থেকে রাস্তায় হায়চিল বেদনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন