শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

চেনা

তোমারে চিনিতে গেলে সোঁজা রাস্তা হয় বাকাঁ
আমি মদন প্রেমিক কানা পথ চিনি না, চিনি না।।

আকাশেতে সূর্য ওঠে
জমিনেতে ছায়া পড়ে
ছায়ার কভু কায়া হয় না
তবু ছায়া কথা কই।।

দেহের ভেতর আলোর বাড়ি
আলোর ভেতর পাগল আমি
আমির ভেতর নিরাকার তুমি
নিরাকারে কেমনে রই।।



03102015

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন